ধর্ম যার যার, উৎসব সবার : মুজিবুল হক এমপি

 চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আব্দুল মান্নান, ০৬ সেপ্টেম্বর, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে বুধবার (০৬ সেপ্টম্বর) সকালে চৌদ্দগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি (জন্মাষ্টমী) ২০২৩ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক এমপি। তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতি হচ্ছে ধর্ম নিরপেক্ষতা।

তিনি আরো বলেন, এই বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে কারো ধর্মীয় অনুভূতিতে কেহ কোন প্রকার আঘাত করে নাই। কারন শেখ হাসিনা বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। আওয়ামী লীগ সরকার ধর্ম নিরপেক্ষ সরকার। তাই আগামী নির্বাচনে আপনারা সকলে মিলে নৌকা মার্কায় ভোট দিয়ে ধর্ম নিরপেক্ষতা বজায় রাখবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নান্টু চন্দ্র দেবনাথ, আহবায়ক, চৌদ্দগ্রাম জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও যুগ্ম সম্পাদক জেলা পূজা উদযাপন পরিষদ।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরু, এমরানুল হক কামাল (ভর্ড কামাল) জেলা পরিষদ সদস্য, রুপম সেনগুপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চৌদ্দগ্রাম এইচ.জে সরকারি পাইলট মডেল হাই স্কুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদেগর সদস্য সচিব নকুল সাহা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস ছোবহান ভূইঁয়া (হাছান), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্য বাবুল, উপজেলা নির্বাহী অফিসার তানভির হোসেন, চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তী, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক উত্তম সরকার, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনিল চন্দ্র দেবনাথ। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *