চৌদ্দগ্রাম ২১ হাজার পিছ ইয়াবাসহ আটক-৪

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১২ জুলাই, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ কায়দায় ট্রাকের সামনের কভারে চুম্বক দিয় আটকানো নীল রঙের পলিথিন দ্বারা মুড়ান ছোট ছোট পেকেটে ২১ হাজার ৪ শত ৭০ পিছ ইয়াবা ট্যাবলেট পাচারকালে ৪ জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও কালিকাপুর এলাকায় পরিত্যাক্ত অবস্থায় ১’শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ইয়াবাসহ আটককৃতরা হলো; বান্দরবান জেলার লামা থানার গুলবানুর ঝিরি গ্রামের রমজান আলীর ছেলে মোঃ সোহেল ও শাহ আনোয়ার, কক্সবাজার জেলার টেকনাফ থানার হাতিয়ারঘোনা গ্রামের মৃত কবির আহাম্মেদের ছেলে নুরুল ফারুক ও নুরুল আলম। বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা ও সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মোহাম্মদ আলমগীর।

জানা গেছে, বুধবার ভোরাতে থানার উপ-পরিদর্শক আবদুল মতিনের নেতৃত্বে পুলিশের একটি টিম চৌদ্দগ্রাম বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা গোলমানিক্য দীঘির পশ্চিম পাড়ে লবণ পরিবহনকারী ঢাকামুখী ট্রাক (চট্টমেট্রো-ট-১২-০১৪০) থামানোর সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল, শাহ আনোয়ার, নুরুল ফারুক ও নুরুল আলম ট্রাকটি থামিয়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ট্রাকের সামনের কভারের ভিতর বিশেষ কায়দায় চুম্বক দিয়ে আটকানো থেকে ১২টি পোটলায় ১১৩টি নীল রঙের বায়ুরোধক জিপার প্যাকেটভর্তি ২১ হাজার ৪শত ৭০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত ট্রাকটিও আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরদিকে উপ-পরিদর্শক অনুপম চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের অন্য টিম বুধবার ১’শ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *