চৌদ্দগ্রাম ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মপরিকল্পনা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১৩ জুন, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রামে মঙ্গলবার (১৩ই জুন) সকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ ভবনে চৌদ্দগ্রাম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩ অবহিত করণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া টিপু।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান অফিসার হাবিবুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) প্রান্তিক সাহা, উপজেলা সহকারী পঃপঃ কর্মকর্তা এস এম আবুল খায়ের, চৌদ্দগ্রাম থানা তদন্ত কর্মকর্তা রাজিব চক্রবর্তী, মেডিকেল অফিসার ডাঃ রায়হান পাটোয়ারী, সাংবাদিক মুজিবুর রহমান বাবলু, আবদুল জলিল রিপন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আমিনুল ইসলাম, কাজী রায়হান প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম কর্মী, মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী ১৮ই জুন দিন ব্যাপী চৌদ্দগ্রাম উপজেলা ১টি স্থায়ী কেন্দ্র ও ৩৩৬টি অস্থায়ী কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওনো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *