চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উদযাপন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১৩ আগস্ট, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : যথাযথ মর্যাদায় ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ তাঁর পরিবারের সদস্যদের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু স্কয়ারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও ১০ হাজার লোকের জন্য কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়, এইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা বাহার রেজা বীর প্রতীক, চৌদ্দগ্রাম পৌরসভা সাবেক মেয়র মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এম তমিজ উদ্দিন ভূইয়া সেলিম, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, বেলজিয়াম আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ ভুলু, আলকরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, ঘোলপশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহম্মেদ, চৌদ্দগ্রাম উপজেলা সাবেক সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম শাহীন মজুমদার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, কনকাপৈত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম নয়ন ও বেলাল হোসেন, পৌরসভা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস মিয়াজী, আওয়ামীলীগ নেতা টিপু সুলতান, যুবলীগ নেতা কাজী ইকবাল, উপজেলা আওয়ামী লীগ সদস্য আবদুল আজিজ স্বপন, চিওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি চৌধুরী জাফর আহম্মেদ, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের সাবেক সদস্য আলমগীর হোসেন, সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, অনুষ্ঠান শেষে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সাবেক মেয়র মিজানুর রহমান ও চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদারের নেতৃত্বে এক বিশাল শোক র‌্যালি বের করা হয়, র‌্যালীটি চৌদ্দগ্রাম দোয়েল চত্বর হয়ে চৌদ্দগ্রাম থানায় হয়ে ও চৌদ্দগ্রাম বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে দোয়েল চত্বর এসে সমাপ্ত হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *