চৌদ্দগ্রাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম বুধবার (২১শে ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান। এতে প্রধান অতিথি ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এ.বি.এম.এ বাহার বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদ আখতার।

চৌদ্দগ্রাম এইচ জে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেন গুপ্তের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা, উপজেলা শিক্ষা অফিসার সাকিনা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম প্রমুখ।

এর পূর্বে সকালে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি প্রভাতফেরি চৌদ্দগ্রাম হাইওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন। এ ছাড়া রাত ১২.০১মিনিটে চৌদ্দগ্রাম সরকারী কলেজের শহীদ মিনারের পুস্পস্তবক অর্পন করেন। এ ছাড়া চৌদ্দগ্রামের বিভিন্ন রাজনৈতিক নেত্রীবৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধাসরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারী ভবনসমূহ ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *