চুরি ডাকাতি ছিনতাই রোধ প্রথম প্রাধান্য দেয়া হবে : নবাগত পুলিশ সুপার

কুমিল্লা প্রতিনিধি, আব্দুল মান্নান, ২৩ আগস্ট, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার নতুন পুলিশ সুপার আবদুল মান্নান বলেছেন, সবার আগে ক্রাইম এ্যাগেইনস্ট প্রোপার্টি-বা চুরি, ডাকাত, ছিনতাই, রাহাজানি রোধ করবো। একইসাথে নজর দেয়া হবে কিশোর গ্যাং কালচার নিরোধে। এব্যাপারে পুলিশিংয়ে কোন ছাড় দেয়া হবে না। তিনি আজ সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে এসব কথা বলেন।

তিনি সবার প্রতি সচেতন হবার আহ্বান জানিয়ে বলেন, সামনে দূর্গা পূজা-এক শ্রেণির মানুষ অন্ধ বিশ্বাসের কারণে সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা করে। বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির, সেটা কুমিল্লাতে অক্ষুন্ন রাখতে হবে।

মত বিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ, আবদুর রহিম, আফজল হোসেনসহ কুমিল্লায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সুপার বলেন, কোন সাধারন মানুষ যেন থানায় গিয়ে সেবা নিতে হয়রানির শিকার না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *