আওয়ামীলীগ যখনই ক্ষমতা এসেছে, তখনই দেশের উন্নয়ন হয়েছে- মুজিবুল হক এমপি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৯ মে ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি বলেছেন, জামায়াতের অত্যাচারে এলাকার মানুষ শান্তিতে থাকতে পারেন নাই। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ১৪২টি মামলা দিয়েছে। তাদের হামলা মামলায় আওয়ামী লীগের কোন নেতাকর্মী নিজ বাড়িতে থাকতে পারেন নাই। অনেকে বাবা, মাসহ নিকটাত্মীয়ের জানাযায় পর্যন্ত অংশ গ্রহণ করতে পারে নাই। আমাদের অনেক নেতাকর্মীকে তারা হত্যা করেছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যার ডায়নামিক নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই এদেশের উন্নয়ন হয়েছে। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি সোমবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গুনবতী হাইস্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভিপি আবুল খায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মিরু, ফেনী জেলা যুবলীগের সভাপতি দিদারুল করিম রতন, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুশীল চন্দ্র সেন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ, কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, যুবলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমেদ খোকন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার, মোশারেফ হোসেন, জানে আলম ভূঁইয়া, মোঃ মোস্তফা কামাল, মাহফুজ আলম, নাঈমুর রহমান মজুমদার মাসুম, কাজী ফখরুল ইসলাম ফরহাদ, মাইন উদ্দিন ভূঁইয়া, জাফর ইকবাল, একে খোকন, আলকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিহাদ হোসেন জাবেদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক নাসির উদ্দিন মোল্লা, যুব ও ক্রিড়া সম্পাদক নুরুল আলম শাহিন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, যুবলীগ নেতা নজির আহমেদ মজুমদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, সদস্য ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌরসভা যুবলীগের সভাপতি কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁ শামীম, ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরস মজুমদার, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউসার হানিফ শুভ, আওয়ামী লীগ নেতা জামশেদুর রহমান শাহেদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন টিপু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *