সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আটক –১
সাতক্ষীরা জেলা প্রতিনিধি, হেলান উদ্দিন, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ইং (বিডি ক্রাইম নিউজ ২৪) : সাতক্ষীরা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তি কে আটক করেছে। আকটকৃত ব্যক্তির নাম হাফিজুর রহমান(৪৬)। সে মাগুরা গ্রামের মৃত্য শেখ শফিয়ার রহমানের পুত্র।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের সূত্র জানায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা ডিবি পুলিশের এস আই ফরিদ হোসেনের নেতৃত্বে, এএসআই শফিকুল ইসলাম, কনস্টেবল নজরুল ইসলাম, জহিরউদ্দীন ও সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তালা উপজেলার ভবানীপুর গ্রামের তালা টু মির্জাপুর সড়কে অভিযান চালিয়ে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ হাফিজুর রহমান (৪৬) কে গ্রেপ্তার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশের ঐ চৌকস টিম।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা ডিবি পুলিশের এস আই ফরিদ হোসেন প্রতিবেদক কে জানান, আটককৃতের নামে তালা থানায় মামলা দায়ের হয়েছে । যাহার মামলা নং ০৫ তাং ১৩- ০২- ২০২০ খ্রিস্টাব্দ। তিনি আরো জানান, ধৃত আসামীকে বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে ।