মাদারীপুরে ৪ জন উদ্যোক্তাকে সংবর্ধনা প্রদান
মাদারীপুর প্রতিনিধি, আরিফুর রহমান, ১৭ ডিসেম্বর, ২০১৯ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ক্ষুদ্র উদ্যোক্তাদের সংগঠিত করা, উৎসাহ প্রদান ও তাদের উদ্ভাবনী চিন্তা চেতনা অন্যদের মাঝে ছড়িয়ে দেয়ার প্রত্যয় নিয়ে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’। আয়োজকরা জানান, ইতি মধ্যে আমাদের সংগঠনের সদস্য সংখ্যা দাড়িয়েছে ৮৬৫০০। সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪ঠা জানুয়ারী ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বিশাল উদ্যোক্তা সম্মেলন।
৬৪টি জেলা, ৫০টি দেশের ৬৭ জন প্রবাসীসহ ৫ হাজার উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৪জন মাদারীপুর জেলার কৃতি সন্তান তাদের কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পদক প্রাপ্ত হন। এরই ধারাবাহিকতায় মাদারীপুরে (১৭ জানুয়ারী) শুক্রবার দুপুরে লেকভিউ পার্টি সেন্টারে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪ জন সেরা উদ্যোক্তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম ভুইয়া।
অনুষ্ঠানে সেরা উদ্যোক্তা ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সদস্য হোসাইন আল মামুন, কান্ট্রি এম্বাসেডর ইতালি ও কোর ভলান্টিয়ার সাইদুর রহমান, কোর ভলান্টিয়ার কাজী নাজমুল আলম হামিম, কান্ট্রি এম্বাসেডর সৌদি আরব লোকমান বিন নূর হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাদারীপুর বিসিক কর্মকর্তা মোহসিন উদ্দিন মাতুববর, নিজের বলার মতো একটা গল্প সংগঠনের মডারেটর ও কোর ভলানটিয়ার সাব্বির ভুইয়া ও এম আই হোসেন, খুলনা জেলা এ্যাম্বাসেডর প্রতুল পাঠক, জেলা এ্যাম্বাসেডর ও অনুষ্ঠানের আহবায়ক মেহেদী হাসান শুভসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন মো: মামুন কায়সার। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
