নরসিংদীতে মাদকের রম-রমা বাণিজ্য, প্রশাসন নীরব, ডিজিটাল পদ্ধতিতে মাদকের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে

নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ৫  জানুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম  নিউজ ২৪) : নরসিংদীতে অবৈধ মাদকের ব্যাপকতা বৃদ্ধি পাওয়ায় জেলার সর্বত্র মাদক বানিজ্যের ফলে শিশু-কিশোর, তরুন-যুবক-যুবতীসহ স্কুল-কলেজগামী হাজার হাজার ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংষের দাড় প্রন্তে পৌছেছে। অবৈধ মাদকের ভয়াবহতা বৃদ্ধির ফলে কতিপয় মাদক ব্যাবসায়ী স্বল্প সময়ের মাঝে অবৈধ টাকার পাহাড় গড়ে তুলছে। অপরদিকে অতি সহজে হাতের নাগালের মধ্যে অবাধে মাদক সেবনের নেশায় আসক্তি হয়ে নিজেদের জীবন বিপন্ন করার পাশা-পাশি পরিবার, সমাজ তথা রাষ্ট্রকে চরম অশান্ত করে তুলছে । স্বাধীনতার ৪৬ বছরে পর্যায় ক্রমে, এলকোহল, বাংলামদ, গাঁজা, ফেনসিডিল,   হিরুইন, পেথড্রিন, হুইস্কি, ইয়াবাসহ বিভিন্ন প্রকারের অবৈধ মাদকের ব্যাপক আমদানীসহ বিক্রির ফলে দেশের অন্যান্য স্থানের ন্যায় নরসিংদীর সর্বত্র মাদকের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। দিন বদলের পালা বদলে ডিজিটাল বিজ্ঞানের যুগে দেশের অভ্যান্তরে বহু প্রকারের আধুনিক উন্নয়ন সাধিত হলেও অবাদে নরসিংদীতে মাদকের ব্যাপকতা না কমে ডিজিটাল পদ্ধতির সংঙ্গে পাল্লা দিয়ে মাদকের মুল্য বৃদ্ধিসহ সেবন কারীদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় মাদক ব্যাবসায়ীরা রমরমা ব্যাবসা চালিয়ে মোটা অংকের টাকার পাহাড় গড়ছে। সুস্থ ধারার জাতী ও সুন্দর সমাজ গঠনে সরকারের মাদক দ্রব্যনিয়ন্ত্রন অধিদদপ্তর, জাতীয় এবং স্থানীয় পর্যায়ের বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও) সহ ব্যাক্তি মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্টান অবৈধ মাদক আমদানী-সরবরাহকরন ও সেবনের প্রতিকারে নানামুখি কার্য্যক্রম অব্যহত রাখলেও মাদকের ছোবল থেকে সমাজসহ জাতীকে রক্ষা করতে পারেনি। সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদদপ্তরের পাশাপাশি পুলিশ, ডিবি, র‌্যাব, পিভিআই সহ বিভিন্ন আইনশৃংক্ষলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবৈধ উপায়ে মাদক ব্যাবসা ও সেবন বন্ধে কাজ করলেও এর ভয়াবহতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এতসবের পরও অবৈধ উপায়ে মাদকের ব্যাপক আমদানী-সরবরাহও মাদকাসক্তির ফলে নরসিংদীর সচেতন মহল অতিষ্ট হয়ে পরেছে। নরসিংদী জেলা শহরের প্রান কেন্দ্র পৌর এলাকার কাউরিয়া পাড়া, তরোয়া, পুলিশ সুপারের কার্য্যালয় সংলগ্ন বিলালাসদী দক্ষীন পাড়া, ভেলানগরসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে মাদক বেচাকেনা করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ পদক্ষেপ গ্রহন না করায় ব্যাপক হারে মাদক ব্যাবসাসহ সেবন কারীদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *