হুয়াওয়েই মেট ১০ স্মার্টফোন, এখন একটি বুদ্ধিমান মেশিন

তথ্য প্রযুক্তি, ০৪ অক্টোবর, ২০১৭, (বিডি ক্রাইম নিউজ ২৪):  চীনা স্মার্টফোন কোম্পানি তাদের নতুন শীর্ষস্থানীয় স্মার্টফোন সিরিজ মেট ১০ এর অফিসিয়াল ঘোষণা আগামী ১৬ অক্টোবর দিবে। এরই মধ্যে কোম্পানিটি এর পরবর্তী ফ্ল্যাগশিপ ডিভাইসটির প্রমোশনাল ভিডিও টিজার ইন্টারনেটে ছেড়েছে। টুইটারে পোস্ট করা ওই ভিডিওতে দেখা গেছে, হুয়াওয়েই দাবি করছে মেট ১০ শুধুই স্মার্টফোন নয়। তাহলে কী তা? কম্পানিটি তাদের নতুন এই ফোনকে ‘বুদ্ধিমান মেশিনে’র সঙ্গে তুলনা করছে।

কারণ কিরিন ৯৭০ চিপসেট প্রসেসর দিয়ে চালিত হবে এই ফোন। যাতে থাকবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা।এছাড়া এতে থাকবে DeX-এর মতো ফিচার। যা ফোনটিকে একটি পূর্ণ ডেস্কটপ কম্পিউটারে পরিণত করবে! ডেস্কটপ কম্পিউটারের মতোই কাজ করা যাবে এতে,  আর এ ধরনের ফোনের দামও যে কম হবে না তাও বুঝা যায়। কম্পানিটি ইঙ্গিত দিয়েছে মেট ১০ প্রো ফোনটির দাম পড়বে ৯০/৯১ হাজার টাকা। প্রায় স্যামসাং গ্যালাক্সি নোট ৮ এর সমান দাম।

মেট সিরিজে থাকবে বাজারের সেরা ডুয়াল ক্যামেরা ফোন। দুটি ক্যামেরারই অ্যাপরচার হবে এফ/১.৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *