টেলিটক চতুর্থ প্রজন্মের ফোরজি সেবা চালু আগামী মে মাসেঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার

তথ্য প্রযুক্তি, ২৫ জানুয়ারি ২০১৮ (বিডি ক্রাইম  নিউজ ২৪) :  টেলিটক নিজস্ব অর্থায়নে প্রায় ২শ’ কোটি টাকা ব্যয়ে সকল বিভাগীয় শহরে টেলিটক চতুর্থ প্রজন্মের ফোরজি সেবা চালু করবে আগামী মে মাসে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বুধবার সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেছেন। মন্ত্রী বলেন, গ্রাহক সংখ্যা বৃদ্ধিতে টেলিটকের নেটওয়ার্ক পরিধি বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে ২টি প্রকল্প চলমান আছে। গত ডিসেম্বর পর্যন্ত দেশে থ্রিজি গ্রাহক সংখ্যা প্রায় ৬ কোটি ৪ লাখ ১৯ হাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *