শৈলকুপায় গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীর কারাদন্ড

ঝিনাইদহ সংবাদদাতা, মোঃ জাহিদুর রহমান তারিক, ২০ সেপ্টেম্বর, ২০১৭, (বিডি ক্রাইম নিউজ ২৪) :  ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী’র ৮ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিতরা হলো-ওই গ্রামের মৃত চাঁদ আলী জোয়ার্দ্দারের ছেলে আইয়ুব আলী জোয়ার্দ্দার ও তার স্ত্রী পারভীন আক্তার। ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ইনন্সপেক্টর জনাব রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২’শ ৫০ গ্রাম গাঁজাসহ ওই দুইজনকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে দুইজনকেই ৮ মাস করে কারাদন্ড প্রদাণ করা হয়। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি জানান, আইয়ুব আলী জোয়াদ্দার দম্পতি দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর এলাকায় জমজমাট মাদকের ব্যবসা করে আসছে। এর আগেও পুলিশের হতে ধরা পড়ে নিয়মিত মামলা হয়। ৫ দিন জেলে থাকার পর জামিনে মুক্ত হয়ে আবারো মাদক ব্যবসায় শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *