মিয়ানমারের নির্যাতন-নিপীড়নে পালিয়ে আসা রোহিঙ্গাদের কথা শুনতে ও বাস্তব পরিস্থিতি দেখতে উখিয়ায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন

কক্সবাজার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম  নিউজ ২৪) : মিয়ানমারের নির্যাতন-নিপীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের কথা শুনতে ও বাস্তব পরিস্থিতি দেখতে শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী ক্যাম্প পরিদর্শন করেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন । তিনি রোহিঙ্গাদের সাথে আলাপ করেন এবং ক্যাম্পের ইউ,এন,এইচ,সি,আর ও আই,ও,এমসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লাক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন।
বাংলাদেশ থেকে তিনি আজই মিয়ানমারে যাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *