মাদারীপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণ গণনা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি, আরিফুর রহমান, ০৯ জানুয়ারি ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ডিজিটাল প্রদর্শনীর মাধ্যমে আগামীকাল শুক্রবার (১০ জানুয়ারী) বিকেল ৪.৩০ মিনিটে সারাদেশে একযোগে রাজধানীর তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে। ক্ষণগণনা কার্যক্রম শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে মাদারীপুরে (৯ জানুয়ারী) আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম বলেন, ১৭ মার্চ ২০২০ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত এই সময়কালটা মুজিব বর্ষ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন শুরু হবে আগামী ১৭ মার্চ।

এ উপলক্ষে মাদারীপুরে শকুনী লেকের শহীদ কাননে ডিজিটাল প্রদর্শনী বোর্ডের মাধ্যমে ক্ষণগণনা কার্যক্রম প্রদর্শণের আয়োজন করা হয়েছে। এছাড়া ক্ষণগণনা কার্যক্রম অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, দর্শনার্থীদের জন্য মন্তব্য বহি এবং উদ্বোধনী অনুষ্ঠানটি আকর্ষণীয় করার জন্য সন্ধ্যার পরে লেকেরপাড়ে আতঁশ বাজি প্রদর্শণের ব্যবস্থা করা হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা কর্মসূচিতে বিপুল সংখ্যক লোকসমাগম করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারী-বেসরকারী অফিস, সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আজহারুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন বাচ্চু, জেলা প্রশাসনের কর্মকর্তা, সিনিয়র সাংবাদিক শাহজাহান খান, জাহাঙ্গীর কবিরসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *