পাঁচবিবি ত্রান সামগ্রী বিতরণ করলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিল্টন

জয়পুরহাট  প্রতিনিধি, আল জাবির, ২৩ এপ্রিল ২০২০ (বিডি ক্রইম নিউজ ২৪) : পাচবিবির আয়মারসুলপুর ইউনিয়নে নিজেস্ব অর্থায়নে ১ হাজার হত-দরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ শুরু করলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশীদ মিল্টন। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় আয়মা রসুলপুর ইউনিয়নের কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কড়িয়া গ্রামে নিজস্ব অর্থায়নে ত্রান সামগ্রী বিতরণ করেন।
জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়মা রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একে, এম, রায়হান মনুর ছোট ভাই এলাকার সুপরিচিত জনদরদী ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশীদ মিল্টন। মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যখন অসহায় মানুষেরা দিশাহারা ঠিক সেই মুহূর্তে এলাকার কর্মহীন, গরীব হত-দরিদ্র, এতিম, প্রতিবন্ধী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।
গতকাল সন্ধ্যায় কড়িয়া অঞ্চলের ৩চি ওয়ার্ডের ৩’শ পরিবারের অসহায়দের মাঝে ৩ কেজি ময়দা, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম সুজি, ৫০০ গ্রাম বুট বিতরণ করেন। তিনি বলেন, পর্যায়েক্রমে আয়মা রসুলপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ১’শ জন কর্মহীন লোকজনের মাঝে ত্রান সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। সামগ্রীক ভাবে ইউনিয়নের বিশেষ ১’শ জন মোট ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তিরণ করবেন।
বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, জেলা পরিষদের সদস্য মামুনুর রশীদ, সাবেক ইউ, পি সদস্য নুরুল হোদা, টুটুল মন্ডল, বাজার কমিটির সভাপতি নাসির উদ্দীন, আকরাম হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *