নোয়াখালী কবির হাট প্রান্তিক জনগোষ্ঠিকে কম্পিউটার প্রশিক্ষনের উদ্ভোধন

নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ১৬ আগস্ট, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালী জেলার কবির হাট উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠিকে কম্পিউটার ও আইসিটি বিষয়ক প্রশিক্ষনের উদ্ভোধন করা হয়। বুধবার ১৬ আগষ্ট সকাল ১১টায় কবির হাট উপজেলা কনফারেন্স রুমে রাসডোর চেয়ারম্যান বিধান ভৌমিকের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আই সিটি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, কবির হাট, নোয়াখালীর তানিম রহমান, রাসডোর মহাসচিব অর্জুন ভৌমিক, কবির হাট প্রেসক্লাবের সহসভাপতি রেজাউল করিম, নির্বাহী সদস্য মোঃ সেলিম, সাংবাদিক মোঃ হারুন মোঃ শহিদ প্রমুখ।

এ ছাড়া ও উপস্থিত ছিলেন প্রশিক্ষনার্থীগন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবির হাট প্রেস ক্লাবের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক নুর আলম বিপ্লব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় প্রান্তিক জনগোষ্ঠিকে কম্পিউটার ও আইসিটি বিষয়ক প্রশিক্ষনের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার লক্ষে এ প্রশিক্ষণ। তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অধীনে এ প্রশিক্ষণ বাস্তবায়ন করেন মানবাধিকার বাস্তবায়ন ও সমাজ উন্নয়ন সংস্থা রাসডো। একশ প্রশিক্ষনার্থীকে ৯০ দিন এ প্রশিক্ষণ প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *