নোয়াখালীতে করোনায় মারা গেল আরও ২জন, শনাক্ত-১৩৪

নোয়াখালী প্রতিনিধি, লূংফুল হায়দার চৌধুরী, ০৬ জুলাই, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীতে গত ২৪ঘন্টায় জেলায় নতুন করে আরও ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ৪৩৮ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০ দশমিক ৫৯ শতাংশ। এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এগারো হাজার ৮৩৬ জন। মোট আক্রান্তের হার ১১ দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় দুই জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৭ জন, সুবর্ণচরে ৪ জন, বেগমগঞ্জ ৫০ জন, সোনাইমুড়ীতে ৮ জন, চাটখিল ১৪ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জ ৪ জন, কবিরহাটে রয়েছে ২০ জন। মৃত্যুর হার ১ দশমিক ২৪ শতাংশ। মঙ্গলবার (৬ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে সোমবার রাত ১২ টায় জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

ডা.মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৫ জন, সুবর্ণচরে ৬ জন, বেগমগঞ্জ ১৯ জন, সোনাইমুড়ীতে ১২ জন, চাটখিল ১০ জন, সেনবাগ ৯ জন, কোম্পানীগঞ্জ ২৮ জন, কবিরহাটে ১৫ জন রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৭০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৯৬ শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার ১১৯ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৫১ জন ও আইসোলেশনে রয়েছেন ১৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *