নরসিংদীর মনোহরদীর রামপুরের মোটর সাইকেল চোর চক্রের মূল হোতা গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ২৫ জানুয়ারি ২০১৮ (বিডি ক্রাইম  নিউজ ২৪) : নরসিংদীর মনোহরদী উপজেলার রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তানভীর আহমেদের নেতৃত্বে এস আই কুদ্দুছ ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় মনতলা থেকে মো. আবুল খায়ের নামে মোটর সাইকেল চোর চক্রের মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে।

 রামপুর পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা গেছে, মনতলা গ্রামের মৃত হাফিজুর রহমান মাস্টারের ছেলে মো. আবুল খায়ের দীর্ঘদিন যাবত বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত রয়েছে। চাঁদাবাজি, স্বর্ণালংকার চুরি, ইভটিজিংসহ নানাবিধ অপরাধে আবুল খায়ের জড়িত বলে জানা গেছে।

এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আবুল খায়ের কে মনতলা থেকে গ্রেফতার করা হয়। বিভিন্ন ধরণের গুরুত্বর অপরাধের সাথে আবুল খায়ের জড়িত থাকার সুবাধে এলাকাবাসী মুখ খুলতে সাহস পায়নি।

এ ব্যাপারে রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তানভীর আহমেদ জানান, গ্রেফতারকৃত আবুল খায়েরকে গতকাল বুধবার সকালে মনোহরদী থানায় মোটর সাইকেল চুরির মামলা নং ৩-১২/১৭ এর প্রেক্ষিতে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, আবুল খায়েরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তার অপরাধের আরো গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *