ঝিনাইদহ সদর হাসপাতালে বে-সরকারী এ্যাম্বুলেন্স চালক কর্তৃক সেচ্ছাসেবককে পিটিয়ে আহত

ঝিনাইদহ সংবাদদাতা, মোঃ জাহিদুর রহমান তারিক, ২০ সেপ্টেম্বর, ২০১৭, (বিডি ক্রাইম নিউজ ২৪) : ঝিনাইদহ সদর হাসপাতালের রেফার্ড করা রুগীর টিকিট সংশোধন করাকে কেন্দ্র করে জরুরী বিভাগে কর্তব্যরত জাকির হোসেন নামের এক সেচ্ছাসেবককে পিটিয়ে আহত করেছে বে-সরকারী এ্যাম্বুলেন্স চালকরা। শনিবার রাত ৯ টার দিকে হাসপাতাল চত্তরে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর হাসপাতালের সিনিয়র গাইনী বিশেষজ্ঞ ডা: ইমদাদুল হক জানান, রাতে জরুরী বিভাগে একটি রুগী আসলে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এসময় কয়েকজন বে-সরকারী এ্যাম্বুলেন্স চালক রুগীকে নিজেদের গাড়ীতে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিল। কিন্তু রুগীর টিকিটে একটু ভুল থাকায় তা সংশোধনের জন্য জরুরী বিভাগে যাচ্ছিল কর্তব্যরত সেচ্ছাসেবক জাকির হোসেন। এতে ক্ষুব্ধ হয়ে জাকির এ্যাম্বুলেন্স সার্ভিসের মালিক ও কয়েকজন মিলে হাসপাতাল চত্তরেই সেচ্ছাসেবক জাকির হোসেনকে লাঠি দিয়ে পিটিয়ে ও কিল ঘুষি মেরে আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতাল চত্তরে কর্তব্যরত সেচ্ছাসেবককে পিটিয়ে আহত করার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *