ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মহতি উদ্যোগ

ঝিনাইদহ প্রতিনিধি, মোঃ জাহিদুর রহমান তারিক, ০৮ মে, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪): ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নে ভবতিপুর, চাপড়ি গ্রামের আবাসনে ১, ২ ও ৩ নং আবাসন প্রকল্পের বাসিন্দারা বিভিন্ন সমস্যার মধ্যে দিন যাপন করছিলেন। বিদ্যুৎ ব্যবস্থার ব্যাঘাত ঘটছে ১ ও ২ নং ভবাতিপুর আবাসনে।

২০০৬ সালে আবাসন প্রকল্পের সহযোগিতায় গড়ে তোলা হয় ৩ টি আবাসন প্রকল্প। যথা সূর্যদয় ১,২ চাপড়ি গ্রামে ৫০ টি পরিবারের জন্য আরও একটি আবাসন গড়ে তোলেন যার নাম দেয়া হয় ধানসিড়ি।

সুর্যদয় আবাসন প্রকল্পের স্থায়ী বাসিন্দা মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনির ছাত্রী মিনা খাতুন জানান, ২৬দিন বিদ্যুৎ না থাকার কারনে আমার লেখা পড়ার চরম ব্যাঘাত ঘটছে।

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক আলতাফ হোসেন জানান, জমির উপর গাছ গাছালি থাকার কারনে স্থানীয় লোকজন বাধা সৃষ্টি করার কারনে আমি বিদ্যুৎ সংযোগ দিতে পারেনি।

পরে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় সেখানে পুনরায় বিদ্যুৎ সংযোগ দিয়েছি।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম জানান, এটা খুবই দুঃখ জনক বিষয়, আমাকে আগে থেকে জানালে আরও দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান করে দিতাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *