চৌদ্দগ্রাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা
চৌদ্দগ্রাম (প্রতিনিধি) কুমিল্লা, আবদুল মান্নান, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রামে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সকালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে চৌদ্দগ্রাম সরকারি কলেজের শহীদ মিনারের আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পন ও একটি বর্নাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আ’লীগ এর কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপকমিটির সদস্য মোঃ তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম।
চৌদ্দগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গনে শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পন শেষে সংক্ষিপ্ত আলোচনা করেন বাংলাদেশ আ’লীগ এর কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপকমিটির সদস্য মোঃ তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম। আলোচনা শেষে একটি র্যালি চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে কালিবাজার এসে শেষ হয়। এই সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন আ’লীগ এর সাবেক নেতা জাফর আহাম্মেদ চৌধুরী, খন্দকার শরীফ, নুরে আলম জিকু, ওহিদুর রহমান, গোলাম মাওলা শিল্পী, গোলাম জাহাঙ্গির, ছাইদুর রহমান, নাছির উদ্দিন, মনির মোল্লা, হারুন, জামাল, রাশেদ প্রমুখ।