প্রায় দের কোটি মূল্যের স্বর্ণসহ চৌদ্দগ্রামের আবুল হোসেন আটক
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৯ জানুয়ারি, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কেএমপি, লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে অনুমান ০১ (কেজি) ৭৫০ (সাতশত পঞ্চাশ) গ্রাম ওজনের ১৫ (পনের) টি স্বর্ণের বার সহ ০২ (দুই) জন আটক। জনাব মোঃ এনামুল হক, অফিসার ইনচার্জ লবণচরা থানা, কেএমপি, খুলনা এর নেতৃত্বে একটি টিম এসআই/মামুন উর রশিদ, এসআই/মিহির কান্তি মন্ডল, এসআই/খান মোঃ তানজীর হোসেন, এসআই/ইমরান হোসেন সঙ্গীয় ফোর্সসহ জিরোপয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করিয়া অদ্য ইং ২৮/০১/২০২৩ তারিখ ১২.৩০ ঘটিকার সময় লবণচরা থানাধীন জিরোপয়েন্ট মোড়স্থ খানজাহান আলী ব্রীজ হইতে জিরোপয়েন্ট গামী মহাসড়কে আরাফাত ড্রাগ হাউজ এর সামনে পাকা রাস্তার উপর গ্রেফতারকৃত আসামী ১। ইমন বড়ুয়া (২২), পিতা- বিটু বড়ুয়া, মাতা- সুমি বড়ুয়া, সাং- মোহাম্মদপুর, পশ্চিম রাউজান, থানা- রাউজান, জেলা-চট্টগ্রাম এর ডান পায়ের জুতার নিচ থেকে ০৮ (আট) পিস এবং বাম পায়ের জুতার নিচ থেকে ০৭ (সাত) পিস, মোট ১৫ (পনের) পিস স্বর্ণের বার, যার সর্বমোট ওজন অনুমান ০১ (কেজি) ৭৫০ (সাতশত পঞ্চাশ) গ্রাম, সর্বমোট মূল্য অনুমান ১,৪০,০০,০০০/- (এক কোটি চল্লিশ লক্ষ) টাকা সহ সহযোগী আসামী ২। আবুল হোসেন (৩৮), পিতা-আবুর কাশেম মোল্লা, সাং-ডলবা, মোল্লা বাড়ি, পোঃ বাতিসা, থানা- চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করা হয়।