নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধি, লূংফুল হায়দার চৌধুরী, ১৬ জুন, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীর চাটখিলে পুলিশ ৩৬ পিস ইয়াবাসহ এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ। সে দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত।
আটককৃত, দুলালী আক্তার (৩২) চাটখিল পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের টুকুন গাজী পলোয়ান বাড়ির আলাউদ্দিন শেখের স্ত্রী।
মঙ্গলবার (১৫ জুন) দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল সন্ধ্যায় চাটখিল পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের টুকুন গাজী পলোয়ান বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃত গৃহবধূর পরিবারের সদস্যরা মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসত বাড়ি থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।