কুড়িগ্রামের উলিপুরে সামাজিক দূরত্ব না মানায় জরিমানা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ০২ জুলাই, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুড়িগ্রামের উলিপুরে মাইক্রোবাসে সামাজিক দুরত্ব না মানায়, এক চালকের এক হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির, উলিপুর শহরে অভিযান চালিয়ে মেহেদী হাসান নামের ওই মাইক্রো চালকের এ জরিমানা করেন। চালক মেহেদী হাসান জানান, লালমনিরহাট জেলার পাটগ্রাম থেকে বিয়ের দাওয়াত খাওয়ার জন্য যাত্রী নিয়ে তিনি উলিপুরে এসেছিলেন।
এছাড়াও মাস্ক ছাড়া শহরে প্রকাশ্যে ঘোরাফেরা করার অপরাধে শতাধিক পথচারীকে মাস্ক কিনে ব্যবহার করতে বাধ্য করা হয়। এছাড়া মাস্ক ছাড়া বেচাকেনা করার অপরাধে একাধিক ব্যবসায়ির জরিমানা আদায় করেন।
এসময় সহকারি কমিশনার(ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, করোনা ভাইরাসের প্রার্দূভাব রোধে নিয়মিত মাস্ক ব্যবহার করে বাইরে বের হতে হবে। সাধারণ মানুষকে সচেতন করতে এ ধরনের অভিযান প্রতিদিন পরিচালনা করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *