নীলফামারীতে সেনাবাহিনীতে চাকুরী দেয়ার নাম করে প্রতারণা, গ্রেফতার-১
নীলফামারী প্রতিনিধি, মো. শাইখুল ইসলাম সাগর, ০৩ মে, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নীলফামারীতে সেনাবাহিনীর চাকুরী দেয়ার নাম করে এক জনকে গ্রেফতার করেছেন র্যাব-১৩, সিপিসি-২। রবিবার দুপুরে জেলা সদরের মাস্টারপাড়া থেকে র্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ এর একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করেন।
প্রতারক হলেন, মৃত. রমজান আলীর ছেলে রফিকুল ইসলাম (৫০)। সোমবার সকালে নীলফামারী থানায় তাকে হস্তান্তর করে দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাটানো হয়।
জানতে চাইলে র্যাব-১৩, সিপিসি-২ কমান্ডার (ভারপ্রাপ্ত) মুন্না বিশ্বাস বলেন, প্রতারণার স্বীকার জনৈক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে প্রতারককে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন। সেনাবাহিনীতে চাকুরী দেয়ার নাম করে টাকা নিয়ে ভুয়া নিয়োগ পত্র দিতেন। এই চক্রের সাথে আরও যারা জড়িত রয়েছেন তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।