চৌদ্দগ্রাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলকপি মার্কার জনসভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৪ জানুয়ারি, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম বুধবার (৩ রা জানুয়ারি ২০২৪) বিকালে চৌদ্দগ্রাম এইজ.যে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলকপি মার্কার জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সোবহান ভূইয়া সভাপতিত্ব করেন। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সতন্ত্র এমপি পদ প্রার্থি মিজানুর রহমান।
উক্ত জনসভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলার আ’লীগ নেতা কাজী জহিরুল কাইয়ুম এর বড় ছেলে কাজী কামাল কাইয়ুম, বীর মুক্তিযুদ্ধ বাহার রেজা বীর প্রতীক, ঘোলপাশ ইউপি সাবেক চেয়ারম্যান আওয়ামী নেতা কাজী জাফর আহম্মেদ, আলকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক হেলান, শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগের আহ্বান শাহজালাল মজুমদার, আ’লীগ নেতা গোলাম মাওলা শিল্পী, চৌদ্দগ্রাম উপজেলার বি. আর. ডি. বি চেয়ারম্যান আলী আশ্রাফ, আওয়ামীলীগ নেতা খন্দকার শরীফ, কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শান্ত বেলাল, ইদ্রিস মিয়াজী এস, এম শাহিন মজুমদার, ডাক্তার জলিল, ফরাস উদ্দিন রিপন, নজরুল ইসলাম কামাল, মোঃ শামসুল হক, জিয়াউর রহমান খান, নয়ন, নুরে আলম জিকু, আশরাফুল আলম রিপন, কাজী ইকবাল, এডভোকেট শাহজালাল, রহিমা আক্তার শিল্পী প্রমুখ।
এছাড়া চৌদ্দগ্রাম উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ এর নেতৃবৃন্দ সহ চৌদ্দগ্রাম উপজেলার ভোটাররা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ফুলকপি মার্কা মিজানুর রহমান বলেন, আমি চৌদ্দগ্রামে রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়েছি। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন আগামী ০৭ই জানুয়ারি আপনারা কেন্দ্রে গিয়ে আমার ফুলকপি মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।