চৌদ্দগ্রামে মহান স্বাধীনতা দিবস পালিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৭ মার্চ, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : গত শুক্রবার (২৬ মার্চ) সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনে আয়োজনে চৌদ্দগ্রামে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২১ উপলক্ষ্যে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁঞা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারমান এ.বি.এম.এ. বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার।
উপজেলা সমাজ সেবা অফিসার নাছির উদ্দিনের সঞ্চালনায় এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন সরকার, চৌদ্দগ্রাম থানা ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, প্রাণী সম্পদ কর্মকর্তা মুজিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা সামছুল হক এম.এস.সি, বীরমুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ্ আল মামুন, মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এ.কে.এম শরফুদ্দীন, সাব রেজিষ্ট্রার অফিসার সালা উদ্দিন আহম্মেদ, ফায়ার সার্ভিস ইনচার্জ ইয়াছিন প্রমাণিক, ভিডিপি আনসার অফিসার আবদুল হালিম প্রমাণিক, নজমিয়া সিনিয়র কামিল মাদরাসা অধ্যক্ষ এ.কে.এম সামচ্ছুদ্দীনসহ, চৌদ্দগ্রাম উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ চৌদ্দগ্রাম পৌরসভার ১০০জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ১০ হাজার টাকার প্রাইজব্রন্ড বিতরণ করেন। এর পূর্বে প্রত্যুষে উপজেলা পরিষদ চত্ত¡রে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করেন। সূর্যোদয়ের সাথে সাথে চৌদ্দগ্রাম উপজেলা চত্ত¡রে অবস্থিত শহীদ মিনারে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, পৌর প্রশাসন, মিয়াবাজার হাইওয়ে পুলিশ প্রশাসন, সাব রেজিষ্টার অফিস শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
সকাল ৮টায় উপজেলা চত্ত¡রে বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি বিএসসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গালর্স গাইড এবং শিশু কিশোর সংগঠন এর অংশগ্রহণে সমাবেশ কুচকাওয়াজ এবং ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ ও কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁঞা হাসান, এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।