চৌদ্দগ্রামে ক্রেতা সেজে স্বর্ণ দোকানে চুরির অভিযোগ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ২১ জানুয়ারি, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে ক্রেতা সেজে একটি স্বর্ণ দোকানে চুরির ঘটনার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে শাহ জালাল জুয়েলার্স নামের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী শাহজালাল টিপু।
চৌদ্দগ্রাম থানায় অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তি শাহজালাল জুয়েলার্সে এসে চেইন ক্রয় করবে বলে ১৩ আনা ওজনের দুইটি স্বর্ণের চেইন দেখতে চায়। সে ১৩ আনা ওজনের স্বর্ণের দুইটি চেইন পছন্দ হয়েছে বলে জানায়। পরে সে ফার্ণিচার দোকানে তাঁর স্ত্রী দেখিয়ে চেইন দুইটি ক্রয় করবে বলে।
বিক্রেতা শাহজালাল সরল বিশ্বাসে অজ্ঞাতনামা ব্যক্তির স্ত্রীকে দেখানোর জন্য ১৩ আনা ওজনের স্বর্ণের দুইটি চেইন দেয়। প্রতারক প্রকৃতির লোক বিধায় সে প্রতারণার আশ্রয় নিয়ে দুইটি চেইন নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার। প্রতারণার বিষয়টি বিক্রেতা বুঝতে পেরে ধোড়করা বাজারসহ আশপাশের এলাকায় ব্যাপক খোঁজাখুজি করে। পরে অজ্ঞাতনামা প্রতারক ব্যক্তির সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করে।