রাজারহাট প্রেসক্লাবের উদ্যোগে দু’দিন ইফতার সামগ্রী বিতরন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ০৫ মে, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : দু’দিনে কুড়িগ্রামের রাজারহাট প্রেসক্লাবের উদ্যোগে প্রায় ৩শ কর্মহীন পরিবারের মাঝে এক সপ্তাহের ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। ইফতার সামগ্রী বিতরনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ যোবায়ের হোসেন।

চলমান করোনা বিপর্যয়ে রাজারহাট প্রেসক্লাবের সাংবাদিকরা পেশাগত দায়িত্বের পাশাপাশি হত-দরিদ্র ও কর্মহীন মানুষদের পাশে দাড়িয়েছেন। মঙ্গলবার ও সোমবার দুপুরে প্রেসক্লাব চত্বরে বিতরনকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, সেমাই, চিনি ও বুট। ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজারহাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি চাষী আব্দুস ছালাম বলেন, ”রাজারহাট প্রেসক্লাবের সাংবাদিকরা শুধু সাংবাদিকতাই করেন না, বিভিন্ন সময়ে মানব কল্যানেও কাজ করেন”।

ইফতার সামগ্রী বিতরনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু, সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান, অধ্যক্ষ আবুল হোসেন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজিবুল করিম, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা বাদশা মিয়া, সাংবাদিক মোবাশের আলম লিটন, আরিফুল ইসলাম, আইয়ুব আলী আনছারী, ইব্রাহিম আলম সবুজ, মাসুদ রানা, আয়াতুল হোসেন, জহুরুল মন্ডল, রাশেদুল ইসলাম, জাকির হোসেন, আঃ মালেক প্রমূখ।

সংকটময় মহুর্তে এক সপ্তাহের ইফতার সামগ্রী পেয়ে খুশি ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ (সর্দারপাড়া) গ্রামের সাহের বানু বেওয়া (৫৫) জানান,“কতজনের কাছে গেনু বাহে, মোক কাইয়্যো কিছু দেয় নাই, তোমরা মোক ইফতারের নাস্তা দিলেন আল্লাহ তোমার ভালো করুক”। রাজারহাট ইউনিয়নের স্বরুপ চামারু গ্রামের ভিক্ষুক আমজাদ হোসেন বলেন, “মুই অচল মানুষ ক্যাইয়ো মোর দিকে দ্যাখে না, তোমরা মোক ইফতার দিয়া মোর আত্মাটা ঠান্ডা করলেন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *