বগুড়ায় উন্নয়ন মেলা, বর্ণাঢ্য শোভাযাত্রা

বগুড়া প্রতিনিধি, এম নজরুল ইসলাম, ১১ জানুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম  নিউজ ২৪) : সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠানসহ ১০৪ টি স্টল স্থান পেয়েছে বগুড়ার উন্নয়ন মেলায়। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বগুড়া জিলা স্কুল মাঠে শুরু হয়েছে তিনদিনব্যাপী উন্নয়ন মেলা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে উন্নয়ন মেলার উদ্বোধনের পর বগুড়া জিলা স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সচিব মো: ফরিদ উদ্দিন চৌধুরী। পরে একটি বর্নাঢ্য র‌্যালী জিলাস্কুল মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় বগুড়া-৪ আসনের সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, সেনা কর্মকর্তা কর্নেল সালাউদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সুফিয়া নাজিম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক আমিরুল ইসলাম, রায়হান ইসলাম, এলজিইডি বগুড়ার নির্বাহি প্রকৗশলী নাইম উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, জেলা সিনিয়র তথ্য অফিসার মজিবর রহমান সহ বগুড়া জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা, সকল সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যাংক ও এনজিওসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ শিক্ষার্থীরা র‌্যালিতে উপস্থিত ছিলেন। মেলায় অংশ নেয়া স্টলগুলোতে সরকারি বিভিন্ন উন্নয়ন ও সুবিধা সমুহ প্রচার করছেন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা। মেলায় দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এবং প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বলে জানা গেছে। ১৩ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *