নোয়াখালীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন-সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি, লুৎফুল হায়দার চৌধুরী, ১৯ অক্টোবর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীর সোনাইমুড়ীতে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের সুনির্দিষ্ট নীতিমালাসহ ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সোনাইমুড়ী পৌরসভা বাইপাস সড়কে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া) সোনাইমুড়ী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা ফারিয়া ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এাস্যোসিয়েশনের সভাপতি মুহাম্মদ মামুনুর রশিদ, উপদেষ্টা হাসনাত চৌধুরী, কোষাধক্ষ্য ফরহাদ হোসেন প্রমূখ।

এ সময় মানববন্ধনে বক্তারা, ৫ দফা দাবি আদায়ের বিভিন্ন দিক তুলে ধরেন। এ ছাড়া সরকারের প্রতি জোর দাবি জানান। সরকারের সহযোগিতায় ঔষধ কোম্পানির মালিকগণ যাতে তাদের দাবিগুলো বাস্তবায়ন করেন

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এ্যাসোসিয়েন ( ফারিয়ার) ৫ দফা দাবির মধ্যে রয়েছে, সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড এ বেতন নির্ধারণ। বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টি.এ.ডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান। চাকুরীর নিরাপত্তা ও নিশ্চিয়তা বিধানসহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন। বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এ্যাসোসিয়েন ( ফারিয়া) কে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান। সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটিভোগের বিধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *