নোবিপ্রবি সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ৩০ এপ্রিল, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জ্যেষ্ঠ শিক্ষক-কর্মকর্তাদের অংশগ্রহণে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল ২০২৪) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী,  কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও রেজিস্ট্রার  মোহাম্মদ জসীম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক জনাব মোঃ মুহাইমিনুল ইসলাম সেলিম।

আইকিউএসি আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, দপ্তর ও শাখা প্রধানবৃন্দ অংশ নেন। প্রশিক্ষণের রিসোর্স পার্সন ছিলেন নোবিপ্রবির মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ও সিটিজেন চার্টার আহ্বায়ক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের জেনারেল সার্ভিসেস, এস্টেট এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) মোঃ ইকরামুল ইসলাম অপু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, যেকোনো প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে ওই প্রতিষ্ঠানের বিদ্যমান জনবল কাঠামোর দক্ষতা ও যোগ্যতার ওপর। সে বিবেচনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও গবেষণার মানোন্নয়ন নির্ভর করছে এখানকার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের যৌথ কর্মপ্রয়াস, মেধা ও মননের ওপর। আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে প্রজাতন্ত্রের সেবা করে যেতে হবে। চাপে পড়ে নয় বরং নিজের ওপর অর্পিত দায়িত্বজ্ঞান বিষয়ে সচেতন হয়েই প্রতিদিনের দাপ্তরিক কাজ করে যেতে হবে, সেবা প্রদান করতে হবে। আজকের সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি থেকে নির্দেশনা ও উৎসাহ নিয়ে আমরা প্রত্যেকেই যাতে কাজকে আন্তরিকভাবে ভালোবেসে নিজেকে প্রস্তুত করি।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে  উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম আরো বলেন, কর্মক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। আপনারা শুদ্ধাচার, সততা ও স্বচ্ছতা বজায় রেখে কাজ করলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে এর ইতিবাচক প্রভাব পড়বে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী বলেন, একটি প্রতিষ্ঠানের উন্নয়ন সিংহভাগ নির্ভর করে সেখানকার জনবল কাঠামোর সেবপ্রদান দক্ষতার ওপর। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের কর্মস্পৃহা ও সেবনিশ্চায়ন দক্ষতা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে আজকের এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আশা করছি, এ প্রশিক্ষণ কর্মসূচি সেবাপ্রদানে নিয়োজিত আমাদের সকলকে  যুগোপযোগী  ও আরো নিজের ওপর অর্পিত দায়িত্ব সম্পর্কে সচেতন করবে।  জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, কোনো প্রতিষ্ঠানের মান নির্ণয় বা মূল্যায়নের মানদণ্ড হলো সেখানকার সেবার গুণগত মান। যে প্রতিষ্ঠানের সেবার মান যত উন্নত, সে প্রতিষ্ঠানের মানও ততটাই উন্নত। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকল অংশীজনদের উন্নত সেবা প্রদানের মাধ্যমে সার্বিকভাবে আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরও মান উন্নয়নে ভূমিকা রাখব বলে আশাবাদ ব্যক্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, জনগণের ট্যাক্সের টাকায় আমাদের সকলের বেতন হয়। কাজেই প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাদের প্রত্যেকের ওপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করাই নৈতিক দায়িত্ব। সেবাগ্রহীতাকে সেবা প্রদান তথা সিটিজেন চার্টার বাস্তবায়ন প্রক্রিয়া সরকারের সকল পর্যায়ে চলমান। তারই ধারাবাহিকতায় আজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন। পরিশেষে তিনি এ প্রশিক্ষণ কর্মসূচির সাফল্য কামনা করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *