নোবিপ্রবি যথাযোগ্য মর্যাদায় সরস্বতী পূজা উদযাপিত
নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও উপাসনালয় ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বিপ্লব মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী। আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ড. মোঃ আনিসুজ্জামান, ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড. কাওসার হোসেন, মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও নোবিপ্রবি নীল দলের সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ রুহুল আমিন এবং নোবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নোবিপ্রবির ১৩তম ব্যাচের শিক্ষার্থী স্মরণিকা ঘোষ ও ১৬ তম ব্যাচের শিক্ষার্থী হিমেল দাস। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, সকলকে পূজার শুভেচ্ছা। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার এই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। সরস্বতি পূজা আমার কাছে বেশী গুরুত্বপূর্ণ মনে হয় কারণ এই পূজাটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তোমাদেরকে সুস্থ বিদ্যা অর্জন করতে হবে। সততা, সুস্থতা এবং পরিশুদ্ধতার সাথে বিদ্যা চর্চার মাধ্যমে তোমরা নিজেদের সমৃদ্ধ করবে এটাই প্রত্যাশা। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী তাঁর বক্তব্যে বলেন, আজকের এই উৎসবমুখর আয়োজনে আমি চাই নোবিপ্রবির উপাসনালয়টি বছরব্যাপী সবার জন্য উন্মুক্ত থাকুক। বিশ্ববিদ্যালয়ের বাইরে যারা আছেন তারাও যেন এখানে পূজা অর্চনা করতে পারে। নোয়াখালীর যে কোন উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে উঠুক নোবিপ্রবি এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. বিপ্লব মল্লিক সমাপনী বক্তব্যে বলেন, উৎসবমুখর এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ। এই আয়োজনে সর্বাত্মক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।