নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা প্রকাশ, দেশে মোট ভোটার সংখ্যা ১০,৪০,৫১,৮৮৩ জনঃ ভারপ্রাপ্ত সচিব হেলালউদ্দিন আহমেদ

ঢাকা, ২ জানুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম  নিউজ ২৪) : নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা প্রকাশ, দেশে মোট ভোটার সংখ্যা ১০,৪০,৫১,৮৮৩ জন, নির্বাচন কমিশনের আজ প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে এ তথ্য জানা গেছে। নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালউদ্দিন আহমেদ নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন। ২০০৮ সালের পর থেকে এ পর্যন্ত ২,২৯,৬৪,৮৮০ জন ভোটার বেড়েছে। এর আগে দেশে মোট ভোটার ছিল ৮,১০,৮৭,০০৩ জন। খসড়া ভোটার তালিকার ব্যাপারে কারো কোন আপত্তি থাকলে ১৭ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশন (ইসি) কে জানাতে হবে। জেলা উপজেলা ও ইউনিয়ন পযার্য়ে গুরুত্বপূর্ণ স্থানে খসড়া ভোটার তালিকা টানানো হবে। নতুন ভোটারদের মধ্যে ২০১৭ সালে ৩৩,৩২,৫৯৩ জন এবং ২০১৬ সালে ৯,৬২,২৯৬ জনের তথ্য সংগৃহীত হয়। ভোটার তালিকা থেকে মৃত ১৭,৪৮,৯৩৪ জনের নাম বাদ দেয়া হয়। মোট ভোটারের মধ্যে ৫,২৪,৬২,৮৬৫ জন পুরুষ এবং ৫,১৫,৮৯,০১৮ জন নারী, আগামী ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *