নরসিংদী’তে ইউএমসি জুটমিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ১১ দফা দাবীতে বিক্ষোভ মিছিল

নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম , ১৯ জানুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম  নিউজ ২৪) : নরসিংদীতে ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর জুটমিলস্ লিঃ (ইউএমসি)’র শ্রমিক-কর্মচারী ইউনিয়ন’র উদ্যোগে ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে শহরে বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হয়েছে। ১৭ জানুয়ারী বুধবার সকালে পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী ইউএমসি জুটমিলের হাজার হাজার শ্রমিক-কর্মচারী মিলগেটে এলাকায় সমবেত হয়। এ সময় সিবিএ’র সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মির্জা বশির আহমেদের নেতৃত্বে একটি বিক্ষোভ-মিছিল জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ-মিছিলটি প্রায় দীর্ঘ ৩ কিলোমিটার পথ প্রদক্ষিণ শেষে নরসিংদীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখস্থ সড়ক হয়ে পুনরায় ইউএমসি জুট মিল গেইট এলাকায় গিয়ে শেষ হয়। এর পূর্বে শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) আয়োজিত বিক্ষোভ পূর্ব এক সমাবেশে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ২০১৭ সালের ২৬ নভেম্বর পাটকল শ্রমিকদের ১১ দফা দাবীসহ একটি সংশোধিত দাবী (২৯ নভেম্বর) বাংলাদেশ পাটকল কর্পোরেশনের চেয়ারম্যানের নিকট পেশ করা হয়। বিগত সময়ে প্রদেয় দাবী সমূহের কোন পদক্ষেপ পাটকল কর্পোরেশনের পক্ষ থেকে না নেয়ায় শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) দাবী আদায়ের লক্ষ্যে প্রথম দফা কর্মসূচী পালন করেছে। এতেও পাটকল কর্তৃপক্ষের টনক নড়েনি। যার ফলে তারা ২য় দফা কর্মসূচী ঘোষণা করেছে। এই ২য় দফা কর্মসূচীর অংশ হিসেবেই বুধবার তারা বিক্ষোভ প্রদর্শন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *