নতুন করে সাতক্ষীরায় ৩১ জনসহ মোট করোনা শনাক্ত ৩২৪

সাতক্ষীরা জেলা প্রতিনিধি, হেলাল উদ্দীন, ১০ জুলাই, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে দু’জন স্বাস্থ্যকর্মীসহ আরো ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শুক্রবার পর্যন্ত মোট ৩২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনাম সেন্টার থেকে শুক্রবার দুপুরে পাওয়া নমুনা রিপোর্টে ৩১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ জেলা থেকে শুক্রবার পর্যন্ত মোট ২ হাজার ৬৭৭ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ১ হাজার ৮৪৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পোঁছছে।

এর মধ্যে ৩২৪ জন করোনা পজিটিভ ও বাকীদের সব নেগাটিভ রিপোর্ট এসেছে। তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করে লাল পতাকা টানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *