জিম্বাবুয়ে মুগাবের অপসারণে সেনাবাহিনীর হস্তক্ষেপ বৈধ ছিল : হাইকোর্ট
হারারে, ২৬ নভেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম নিউজ ২৪) : জিম্বাবুয়েকে গত ৩৭ বছর শাসন করার পর গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট রবার্ট মুগাবে পদত্যাগ করেন। জিম্বাবুয়ের আদালত দেশটির সেনাবাহিনীর নেতৃত্বে মুগাবের অপসারণকে শনিবার বৈধতা দিয়েছে। এই রায়কে কেন্দ্র করে দেশটির বিচার বিভাগের স্বাধীনতায় নতুন প্রশাসন হস্তক্ষেপ করছে বলে তাৎক্ষণিকভাবে উদ্বেগ দেখা দিয়েছে। খবর এএফপি’র। জিম্বাবুয়ের রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশটির সেনবাহিনী রাজধানীর নিয়ন্ত্রণ নিয়ে মুগাবেকে বন্দি করে। সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, তাদের এই অভিযান মুগাবেকে ঘিরে থাকা অপরাধী দলকে লক্ষ্য করে পরিচালিত হয়। জিম্বাবুয়ের হাইকোর্ট এক রায়ে বলেছেন, মুগাবেকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে দেশটির সেনাবাহিনীর গৃহীত পদক্ষেপ বৈধ ছিল। উচ্চ আদালতের অন্য এক রায়ে বলা হয়েছে, মুগাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়ার বরখাস্তকরণ অবৈধ ছিল।
মুগাবের বহুল প্রত্যাশিত এই পদত্যাগের পেছনে দেশটির এক খ্রিস্টান পুরোহিতের বড় ধরনের ভূমিকা ছিল বলে জানা গেছে। রেভারেন্ড ফিদেলিস মুকোনোরি নামের পুরোহিত মুগাবের পদত্যাগে মধ্যস্থতা করেছিলেন। জিম্বাবুয়ের ভয়াবহ গৃহযুদ্ধকালে একজন তরুণ পুরোহিত হিসেবে ফিদেলিস মুকোনোরি যুদ্ধের সহিংসতার তথ্যপ্রমাণ সংগ্রহ করেছিলন। এই খবর সে সময়ের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা মুগাবের কাছেও পৌঁছে গিয়েছিল। স্বাধীনতার পর দেশের শাসন ক্ষমতায় আসেন সংগ্রামী নেতা মুগাবে। কয়েক দশক পরে এসে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে মুগাবেকে প্রভাবিত করেন সেই মুকোনোরিই।