মাদারীপুরে জোন ভিত্তিক লকডাউন

মাদারীপুর প্রতিনিধি, আরিফুর রহমান, ১৬ জুন, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে মাদারীপুরে ফের লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদারীপুর পৌরসভায় এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। যা বৃহস্পতিবার ভোর ৬টা থেকে কার্যকর হবে।

সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার কালকিনি পৌরসভার ৬টি ওয়ার্ড ও ৪টি ইউনিয়নকে রেড জোন এলাকা হিসেবে ঘোষণা করেছে কালকিনি উপজেলা প্রশাসন। মঙ্গলবার রেড জোন এলাকা চিহ্নিত করে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি জারী করেন। বুধবার থেকে জোন ভিত্তিক লকডাউন শুরু হচ্ছে।

মাদারীপুরের শিবচরে বুধবার থেকে জোন ভিত্তিক লকডাউন শুরু হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমন অনুসারে স্বাস্থ্য বিভাগ রেডজোনে পৌরসভার ৩টি ওয়ার্ডসহ ৯ ইউনিয়ন ঘোষণা করেছে। স্থানীয় সংসদ সদস্য ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতা মানার আহ্বান জানিয়েছেন।  মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পৌর মেয়র আওলাদ হোসেন খান।

এদিকে দুপুরে মাদারীপুর পৌর ভবনে এক জরুরী সভার আয়োজন করা হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে জেলার ৪টি পৌরসভার ২০টি ওয়ার্ড, ৪টি উপজেলার ২২টি ইউনিয়নকে রেনজোন ঘোষণা করেন সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম। পরে সিদ্ধান্ত নেয়া হয় বৃহস্পতিবার ভোর থেকে রেডজোন এলাকায় লকডাউন বাস্থবায়নের। এসব এলাকায় চালু থাকবে জরুরী সেবা।

মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার লক্ষ্যে দ্বিতীয় দফায় লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত কাঁচামালের দোকান, দুপুর ২টা পর্যন্ত নিত্য প্রয়োজনী জিনিসপত্রের দোকান খোলা থাকবে। এছাড়া জরুরী সেবা চালু থাকবে ২৪ ঘন্টা। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অপ্রয়োজনে ঘর থেকে বের হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, মাদারীপুর জেলায় এখন পর্যন্ত ৩শ’ ৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১শ’ ১৯জন। এছাড়া বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ২শ’ ২৭জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭ জন।

*মাদারীপুরের রাজৈরে করোনায় এক ব্যবসায়ীর মৃত্যু*

মাদারীপুরের রাজৈর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ইলিয়াস শেখ (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার লতিফ শেখের ছেলে এবং টেকেরহাট বন্দরে থান কাপড়ের ব্যবসা করতেন।

স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৩ জুন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি হন ব্যবসায়ী ইলিয়াস শেখ। করোনার উপসর্গ থাকায় ওই ব্যবসায়ীর নমুনা সংগ্রহ করা হয়। পরে ওই মেডিকেল কলেজের করোনা রোগীদের জন্য নির্ধানিত স্থানে তাকে ভর্তি রাখা হয়। এরপর গতকাল ১৫ জুন তার করোনা শনাক্ত হয়।
তার শরীরিক অবস্থা অবনতি হলে তাকে রাখা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ইউনিটে। পরে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যবসায়ী মারা যান। এ ব্যবসায়ীকে নিয়ে মাদারীপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আটজন। এখন পর্যন্ত করোনায় জেলায় মোট শনাক্ত হয়েছেন ৩৭৬ জন।
করোনায় মারা যাওয়া ইলিয়াস শেখের ভায়রা ভাই শাখাওয়াত মোস্তফা বলেন, ৩ দিন পূর্বে ইলিয়াস জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। করোনায় পজিটিভ হওয়ার পরে তার অবস্থা খারাপ হতে থাকে। মঙ্গলবার সকালে আইসিইউতে থাকা অবস্থায় মারা যান। তাঁর লাশ দেশের বাড়িতে আনা হয় এবং স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হয়।’
রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, রাজৈরের এক ব্যক্তি  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন আমরা শুনেছি। তবে, তার কোন তথ্য আমাদের কাছে নেই। কারণ তিনি অসুস্থ্য হওয়ার পরে আমাদের কাছে আসেনি। তিনি ভর্তি হন এবং ফরিদপুরে নমুনা দেন। আর ফরিদপুরের মারা যান।

*শিবচর পৌরসভা রেড জোন হিসেবে লকডাউন  ঘোষণা* 

করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় শিবচর পৌরসভা কে রেড জোন হিসেবে লকডাউন  ঘোষণা করা হয়েছে । আজ ১৬ই জুন মঙ্গলবার শিবচর পৌরসভার সম্মানিত মেয়র জনাব মোঃ আওলাদ হোসেন খান এই ঘোষণা দেন । আগামী কাল বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু মাত্র নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ( অর্থাৎ মাছ, মাংস, তরকারি, চাল, মুদি ও ফলের ) দোকান খোলা থাকবে ।

এছাড়া অন্যান্য সকল দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে । পৌরসভার উদ্যেগে জনসাধারণকে অবহিত করার জন্য সকাল থেকে মাইকিং করতে দেখা যায় । সেই সাথে জরুরি প্রয়োজন ব্যতীত নিজ নিজ বাড়িতে সকলকে থাকার আহ্বান জানানো হয় ।
এই নির্দেশ আগামী ৩০শে জুন পর্যন্ত বলবৎ থাকবে বলে জানান শিবচরের সম্মানিত পৌর মেয়র । তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী পৌরসভা এলাকায়  এই কার্যক্রম চলমান থাকবে । এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে যথাযথ ভাবে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয় ।
আদেশক্রমেঃ মেয়র জনাব মোঃ আওলাদ হোসেন খান, শিবচর পৌরসভা, শিবচর, মাদারীপুর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *