চৌদ্দগ্রামে নতুন করে ৩৩ জনের করোনা শনাক্ত, জনমনে আতঙ্ক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ১০ জুন, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে বুধবার ৩৩ জনের করোনা পজেটিভ রিপোর্ট প্রকাশিত হয়েছে। দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সর্বক্র আতঙ্ক বিরাজ করছে। নতুন আক্রান্তরা হচ্ছেন; কাশিনগরের জয়মঙ্গলপুরের আবু হানিফ, রেহেনা বেগম, ঘোলপাশা ইউনিয়নের নারায়নপুরের সামছুল হক, রাজেন্দ্রপুরের রিপন, তুলেখা, রিয়া, শুভপুর ইউনিয়নের দুর্গাপুরের রিয়াজ উদ্দিন, আলকরা ইউনিয়নের ডেকরার শরিফা, সেতেরা, ফেন্সি, কুলাসারের আনোয়ার, বাকগ্রামের সুরাইয়া, পপি, রোমা, কনকাপৈতের নুরজাহান, বাতিসার নাজমুন নাহার, সালমান, পৌর এলাকার রামরায় গ্রামের আমির হোসেন, এমরান হোসেন, নুরুল ইসলাম, লায়লা, রুমা, নাজমুন নাহার, রাপি, আশরাফুল, আশিকুর, রেহেনা খানম, ফালগুনকরার রফিক, সালাহ উদ্দিন, মুন্সিরহাট ইউনিয়নের মেষতলার ডাঃ সোহাগ মিয়া, নোয়াপাড়ার লোকমান হোসেন, বৈদ্দেরখীলের জসিম উদ্দিন ও লক্ষীপুরের সামছুল আলম। বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য বিভাগ তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিন দিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এখনই শতভাগ সচেতন না হলে এই মহামারী থেকে নিজেদের রক্ষা করা কঠিন হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *