বুড়িরহাট হইতে রাজারহাট যাওয়ার রাস্তাটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ০৬ জুন, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা বুড়িরহাট বাজার হইতে রাজারহাট যাওয়ার যোগাযোগের রাস্তাটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্যাস্ততম রাস্তা আকস্মিক বৃষ্টির কারনে রাস্তার অধিকাংশ স্থানে ভেঙ্গে যায়। রাস্তার বেহাল দশা দেখার কেউ নেই। এই রাস্তা দিয়ে প্রতিদিন দশটি গ্রামের প্রায় ৪ হাজার মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলাচল করেন। এসব লোকদের মধ্যে বেশির ভাগই নিম্ন আয়ের মানুষ।
এসময় স্থানীয় জমশের নামে তিনি বলেন, নদীর ওপার থেকে নৌকা বোঝাই করে মানুষ আসে তাদের উৎপাদিত পণ্য নিয়ে। তার মধ্যে অন্যতম হচ্ছে পিয়াজ, মরিচ, চিনা বাদাম, নৌকা থেকে নেমে এসব পণ্য অটো ভ্যানগাড়িতে করে নিয়ে আসে বুড়িরহাটে, সিংঙ্গারডাবরি হাটে, রাজারহাট সহ বিভিন্ন বাজারে। কিন্তু বৃষ্টির পর রাস্তা ভেঙ্গে যাওয়ার কারনে এসব পণ্য নিয়ে চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে জনসাধারনের।