রাজারহাটে তিন শতাধিক অটো চালকের দায়িত্ব নিলেন বাপ্পী

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ৩০ নভেম্বর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : রাজারহাটে উপজেলার তিন শতাধিক অটো চালকের টোল ছাড়া অবাধে চলাফেরা করার দায়িত্ব নিজের কাধে তুলে নিলেন রাজারহাট উপজেলাবাসীর শেষ আশ্রয়স্থল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী।

মঙ্গলবার সন্ধ্যার পরে রাজারহাট উপজেলার প্রায় তিন শতাধিক অটো চালক তাদের বিভিন্ন সমস্যা নিয়ে মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজ মাঠে সমাবেশ করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী। উলিপুর গামী ও তিস্তাগামী রাজারহাট উপজেলার অটো চালকদের উপর জোরপূর্বক টোল আদায়, অসদাচরণ, অটো গাড়ীতে হামলা সহ বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ আনা হয়।
এরই পরিপ্রেক্ষিতে রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী রাজারহাট উপজেলার সকল অটো চালকদের হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। জননেতার এমন মহতি উদ্যোগকে উপস্থিত সকল অটো চালক হাত তালি দিয়ে অভিবাদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *