মাদারীপুর নদীতে গোসল করতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু
মাদারীপুর জেলা প্রতিনিধি, আরিফুর রহমান, ১৩ মে ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মাদারীপুর সদর উপজেলার চরমুগুরিয়া নতুন ব্রিজ সংলগ্ন নদীর ঘাটে বুধবার দুপুর গোসল করতে গিয়ে মাঝ নদীতে তলিয়ে আসিফ (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরমুগুরিয়া নয়াচর গ্রামের হায়দার মোল্লার ছেলে আসিফ তার বন্ধুদের সাথে দুপুরে গোসল করতে নদীতে এলে, তারা ৩/৪ জন মিলে একটি বাষ্প ভরা গাড়ির টিউব নিয়ে নদীর মাঝ খানে যায়। ঘটনাক্রমে টিউব টি উল্টে গেলে, সবাই সাঁতরে পাড়ে চলে আসে, তবে আসিফ নদীর মাঝে তলিয়ে যান।
সংবাদ পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর প্রায় ৩ ঘন্টা সময় নদীর মাঝে তল্লশি করে আসিফের মৃত দেহ উদ্ধার করেন। আসিফ মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের ব্যাবস্থাপনা বিভাগের ১ম বর্ষের ছাত্র ছিলেন। আসিফ মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
মাদারীপুর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার আমজেদ হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে নদীর মাঝে তলিয়ে যাওয়া অবস্থায় কলেজ ছাত্রের মৃত দেহ উদ্ধার করেছি।