এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন করলেন চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি
মাদারীপুর প্রতিনিধি, আরিফুর রহমান, ২৫ জানুয়ারি, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মাদারীপুরের শিবচরে এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন করলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। শনিবার সকাল সাড়ে ১০টায় শিবচর বাজারের খলিফা পট্টির হাসান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এনআরবিসি’র শাখার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি ফিতা কেটে এনআরবিসি, শিবচর শাখার উদ্বোধন করেন। এরপর দোয়া মোনাজাতের মাধ্যমে শাখার সমৃদ্ধ কামনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংক লি:-এর চেয়ারম্যান এসএম পারভেজ তমাল।
ব্যাংক কর্তৃপক্ষ জানান, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নবাস্তবায়নে প্রান্তিক জনগোষ্ঠী যাতে ১০টাকায় ব্যাংক হিসাব খুলে ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারে সেই উদ্দেশ্যেই এনআরবিসি ব্যাংকের যাত্রা শুরু। এই ব্যাংক ক্যান্সারসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এককালীন আর্থিক সহায়তা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী, এনআরবিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এনআরবিসি ইসলামিক ব্যাংক “আলআমিন” এর প্রধান কাজী মো: তালহা, শিবচর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো: সেলিম প্রমুখ।
প্রধান অতিথি চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেন, কোন একসময় শিবচরে ব্যাংকের একটা শাখার জন্য আমরা কত চেষ্টা করেছি। আজ আমাদের শিবচরে একের পর এক ব্যাংকের শাখা উদ্বোধন হচ্ছে। এখন অনেকগুলো ব্যাংক শিবচরে কাজ করছে। প্রত্যেক ব্যাংকেই নিরাপত্তা ও সুবিধা দেওয়া আমাদের দলের অঙ্গীকার। যার যেখানে সুবিধা হবে সে সেই ব্যাংকে হিসাব খুলে লেনদেন করবে। আমরা এনআরবিসি ব্যাংক শিবচর শাখার সমৃদ্ধি কামনা করছি। এনআরবিসি ব্যাংক শাখা অনেক দূর এগিয়ে যাক আমরা দোয়া করি।
এনআরবিসি ব্যাংক কর্তৃপক্ষ শিবচরের চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা একাডেমিকে ১০ লক্ষ টাকা প্রদান করেন।