ভোলায় কলেজ ছাত্রীকে যৌন হয়রানির দায়ে আটক-২
ভোলা প্রতিনিধি, কামরুজ্জামান শাহীন, ২৪ মার্চ ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ভোলা সদর উপজেলার জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজের ছাত্রীদের ছবি তোলা ও যৌন হয়রানির অভিযোগে শালা-দুলাভাইকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার পশ্চিম ইলিশা ৭নং ওয়ার্ডের মো. মেহেদী হাসান সবুজ ও তার দুলাভাই ঢাকার কচুক্ষেতের বাসিন্দা তানভীর হোসেন। শনিবার(২৪মার্চ) বেলা ১১টার দিকে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের আটক করে পুলিশে দেয়।
কলেজ অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, সকালে কলেজ চলাকালীন মেহেদী হাসান ও তার দুলা ভাই তানভীর হোসেন কলেজের দোতলায় উঠে ক্যামেরা দিয়ে ছাত্রীদের ছবি তুলছিলেন। এসময় কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমিন তাদের বাঁধা দিলে তারা শিক্ষককে লাঞ্ছিত করেন।
বিষয়টি দেখে কলেজ শিক্ষার্থীরা তাদের দুজনকে আটক করে। পরে ভোলা সদর থানার পুলিশে খবর দেয়। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ বাদী হয়ে আটক দুই জনের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছগির মিঞা জানান, আমরা অভিযোগ পেয়েছি। অভিযুক্তদেরকে থানা হাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।