চৌদ্দগ্রাম আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১২ মার্চ, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, চাঁদপুর জেলার কচুয়া থানার মনপুরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোঃ আব্দুল হান্নান (৩৫), লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরমোহনা গ্রামের বাহাদুর বাড়ীর মৃত সিরাজ মোল্লার ছেলে মোঃ শরীফ হোসেন (৪৫), কুমিল্লা জেলার চান্দিনা থানার নুরপুর (দোলাই নবাবপুর) গ্রামের তাজুল ইসলামের ছেলে মোঃ আলা উদ্দিন (৩৫) ও একই থানার জোড়পুকুরিয়া গ্রামের জামিয়াপাড়া ভূঁইয়া বাড়ীর মৃত হাজী রমিজ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৬০)। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার (১২ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বলেন, গত ২৭ ফেব্রুয়ারি ও ০১ মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম অংশের ফালগুনকরা এলাকায় চট্টগ্রামমুখী লেনে সংঘবদ্ধ ডাকাত চক্র পিকআপ ভ্যানে করে এসে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একই কায়দায় দুইজন প্রবাসীর গাড়ীতে ডাকাতি করে। এ সময় ডাকাতরা প্রবাসীদের কাছ থেকে নগদ টাকা, বৈদেশিক মুদ্রা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার সহ প্রবাসীদের বিভিন্ন দামী মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।
এরই প্রেক্ষিতে কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশে, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেল) নিশাত তাবাসসুম এর সার্বিক তত্ত্বাবধানে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মহাসড়কে স্থাপিত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ডাকাতির ঘটনাগুলোতে একই পিকআপ ভ্যান ব্যবহার ও ডাকাতরা একই দলের সদস্য বলে নিশ্চিত হয় পুলিশ।
পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানা পুলিশের চৌকশ একটি টিম কুমিল্লার চান্দিনা থানা এলাকা ও পাশ্ববর্তী চাঁদপুর জেলার কচুয়া থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোঃ আব্দুল হান্নান (৩৫), মোঃ শরীফ হোসেন (৪৫), মোঃ আলাউদ্দিন (৩৫) ও নজরুল ইসলাম (৬০) কে আটক করতে সক্ষম হয়। এ সময় ডাকাতদের কাছ থেকে ডাকাতি সংঘটনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ী, বিপুল পরিমান দেশীয় অস্ত্রশস্ত্র, লুন্ঠিত মালামাল, নগদ টাকা ও বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে।
ওসি মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ আরও জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ডাকাতরা কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে সংঘবদ্ধ হয়ে ৩টি গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় মহাসড়কে ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছে বলে স্বীকারোক্তি প্রদান করে। এক্ষেত্রে তারা বিমানবন্দর থেকে বিভিন্ন সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রবাসীদের গাড়ীকে টার্গেট করে মহাসড়কের নির্জন স্থানে পিকআপ গাড়ী দিয়ে ব্যারিকেড দিয়ে ধারালো দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি কাজ সম্পাদন করে বলেও জানায়।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা মহাসড়কের চৌদ্দগ্রামে সংঘটিত `দুটি ডাকাতির ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে এবং ডাকাত দলের অন্যান্য কতিপয় সদস্যের নাম প্রকাশ করেছে। তদন্তের স্বার্থে এ মুহুর্তে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। আন্তঃজেলা ডাকাত দলের অপর সদস্যদের আটকের ব্যাপারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। বুধবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।