বগুড়ায় সড়কে ডাকাতির প্রস্তুতি, আটক ১৬
বগুড়া প্রতিনিধি, এম নজরুল ইসলাম, ১ ফেব্রুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : বগুড়ার দুপচাঁচিয়ায় বুধবার দিবাগত রাতে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের দিঘী সাজাপুর সংযোগ সড়কের ইরামতি খাড়ির ব্রীজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১৬ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
জানা গেছে, বুধবার রাতে থানার এসআই আইউব আলী সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন টহল দেওয়ার সময় রাত ৯ টা ৪০ মিনিটে গোপন সূত্রে ডাকাতির প্রস্তুতির খরব পেয়ে থানার ওসি আব্দুর রাজ্জাককে বিষয়টি অবহিত করে। এরপর ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, এসআই জাকির হোসেন, এসআই আব্দুস সালাম, এসআই আব্দুর রাজ্জাকসহ একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে ১৬ জন ডাকাতকে গ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ডাকাত পালিয়ে যায়।
গ্রেফতারকৃত ডাকাতরা- দুপচাঁচিয়া উপজেলার ডাকাহার গ্রামের রবিউল ইসলাম (৩২), জিয়ানগর মাধামুড়ি গ্রামের আব্দুস সোবহান (৩০), দুপচাঁচিয়া পৌর এলাকার বম্বোপাড়ার বেলাল হোসেন (৫২), কাহালু উপজেলার আয়রা গ্রামের শফিকুল ইসলাম (২৮), দামগাড়া গ্রামের মামুনুর রশিদ মামুন (৩০), বিনোদ গ্রামের ফয়েজ উদ্দিন (৩২), দামড়া গ্রামের আব্দুল বারিক (২৫), কল্যাণপুর গ্রামের কালু মালি (৪০), নয়াপাড়া গ্রামের আলীম প্রামানিক (২৫), আয়রা গ্রামের শামীম হোসেন (২০), ধলাহার গ্রামের আব্দুল জলিল (৫০), শিবগঞ্জ উপজেলার পীরব গ্রামের বেলাল হোসেন (৪৮), জামুরহাট গ্রামের নজরুল ইসলাম (৫০), বগুড়া সদর উপজেলার মালতি নগর দক্ষিণপাড়া মহল্লার জাকির হোসেন (৩৮), জয়পুরহাট জেলার কালাই উপজেলার বিষ্টপুর গ্রামের জলিল মন্ডল (৩৫), ক্ষেতলাল থানার দিলবর রহমান (৪৫)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বুধবার রাতেই এসআই আইউব আলী বাদী হয়ে ১৬ জন আসামি সহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের বগুড়া আদালতে সোপর্দ করা হয়।