বগুড়ায় ট্রাক খাদে পড়ে চালক নিহত

বগুড়া প্রতিনিধি,  এম নজরুল ইসলাম, ১ ফেব্রুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম  নিউজ ২৪) : বগুড়ায় পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় অপর একটি ট্রাক খাদে পড়ে দিদার হোসেন ইসমাইল (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। এসময় দুটি ট্রকের তিন চালক-হেলপার আহত হয়েছেন। সদর উপজেলার দীঘলকান্দি এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাজিতপুর ছাপড়া এলাকার আবুল কালামের ছেলে। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি (অপারেশন) জাহিদ হাসান জানান, পঞ্চগড় থেকে পাথর নিয়ে দুটি ট্রাক বগুড়ার দিকে আসছিল। সামনের ট্রাকের চালক ঘুমাচ্ছিলেন। ট্রাক দুটি বগুড়া শহরতলির দীঘলকান্দি এলাকায় মহাসড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়।

তখন সামনের ট্রাকের পেছনে ধাক্কা দিলে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মারা যান। আহত হন এই ট্রাকের হেলপার ও অপর ট্রাকের চালক এবং হেলপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *