কুমিল্লায় ৯ শিক্ষার্থীর পাকস্থলিতে ২৪ হাজার ইয়াবা!
কুমিল্লা প্রতিনিধি, আবদুল মান্নান, ১৬ ফেব্রুয়ারি, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : প্রায় ২৪ হাজার পিস ইয়াবাসহ ৯ শিক্ষার্থীকে আটক করেছে র্যাব। তারা সবাই পাকস্থলীতে ইয়াবাবহন করে টেকনাফ থেকে ঢাকায় যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ১৪ ফ্রেরুয়ারি রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলি এলাকায় বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করে র্যাব।
পরে তাদের দেয়া তথ্য মতে, পেটের এক্সরে করে পাকস্থলিতে ইয়াবা বহনের বিষয়টি নিশ্চিত হয় র্যাব। উদ্ধার করা হয় ২৩ হাজার ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট। মঙ্গলবার দুপুরে কুমিল্লায় র্যাব-১১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন। আটক শিক্ষার্থীদের বাড়ি ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর এলাকায়।
কুমিল্লায় ৯ শিক্ষার্থীর পাকস্থলিতে ২৪ হাজার ইয়াবা! র্যাব জানায়, শিক্ষার্থীদের মূলত মাদক বহনের কাজে ব্যবহার করে ব্যবসায়িরা। একটি সিন্ডিকেট বিভিন্ন লোভ দেখিয়ে শিক্ষার্থীদের নিয়ে আসে মাদক বহনের কাজে। পরে গোপনে তাদের মাদক সংক্রান্ত কাজে লিপ্ত থাকার ভিডিও করে ব্ল্যাক মেইল করে বাধ্য করা হয় কমবয়সী এসব কলেজ পড়ুয়াদের।
গ্রেফতাররা হলেন-কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরপাড়াতলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে তোফায়েল আহমেদ (১৯), একই এলাকার মাজাহারুল ইসলামের ছেলে আশিকুল ইসলাম (১৯), ময়মনসিংহের পাগলা উপজেলার দত্তের বাজার গ্রামের আজিজুল ইসলামের ছেলে মিনহাজুল ইসলাম রিফাত (২২), পটুয়াখালী সদর উপজেলার পশুরবুনিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে সোহেল (২১), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের কামরুল হাসানের ছেলে মিতুল হাসান মাহফুজ (২২), গাজীপুরের জয়দেবপুর উপজেলার আমবাগ (কোনাবাড়ী) গ্রামের মৃত মাসুদ ইসলামের ছেলে সিয়াম ইসলাম (১৯), ময়মনসিংহের পাগলা উপজেলার বাকশি (পাঠানবাড়ী) গ্রামের ফখরুদ্দিন পাঠানের ছেলে রিশাত পাঠান (২২), ময়মনসিংহের পাগলা উপজেলার নয়াবাড়ী গ্রামের আসাদ মিয়ার ছেলে গোলাপ (২২) ও ময়মনসিংহের পাগলা উপজেলার বাগশি গ্রামের রতন মিয়ার ছেলে সেলিম (২২)।
আইনশৃঙ্খলাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা বলছেন, অভিভাকদের চোঁখ ফাঁকি দিয়ে এসএসসি থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা জড়িয়ে পড়েছেন মাদক পাচারে। যার বেশ কিছু তথ্য এসেছে র্যাবের হাতে। তাদের ধরতে অভিযান পরিচালনা করছে র্যাব।