চৌদ্দগ্রামে সহ: পুলিশ সুপারের সাথে পুজা কমিটির সভা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আব্দুল মান্নান, ০৭ অক্টোবর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলামের সাথে মতবিনিময় করেছে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার সভাপতিত্বে ও পরিদর্শক তদন্ত ত্রিনাথ সাহার পরিচালনায় থানা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী প্রমোদ রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক মাস্টার শ্রী অনিল চন্দ্র দেবনাথ, চৌদ্দগ্রাম পৌরসভা সভাপতি নরেশ চন্দ্র বণিক, সাধারণ সম্পাদক নকুল চন্দ্র সাহাসহ পূজা উদযাপন পরিষদ বিভিন্ন মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। এর আগে নেতৃবৃন্দ পুলিশ সুপারকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।